গায়াকঃ কিশোর কুমার
সুরকারঃ কিশোর কুমার
গীতিকারঃ শিবদাস ব্যানার্জী
ই.........ই........ই..........
(সেই রাতে রাত ছিলো পূর্নীমা
রঙ ছিলো ফাল্গুনি হাওয়াতে) ২
সব ভালো লাগছিলো চন্দ্রিমা
খুব কাছে তোমাকে পাওয়াতে
মিউজিক.....................
মনখুসি উর্বসী সেই রাতে
সুর ছিলো গান ছিলো এই প্রানে
ওই দুটি হাত ছিলো এই হাতে
কি কথা বলছিলে মোনজানে
সবভালো লাগছিলো তুমি ছিলে তাই
মন ছিলো মনের ই ছায়াতে
সেই রাতে রাত ছিলো পূর্নীমা
রঙ ছিলো ফাল্গুনি হাওয়াতে
জু...........জু........জু..........
মিউজিক......................
রাত আসে রাত চলে যায় দূরে,
সেই সৃতি ভুলতে কি আজ পারি
পুরানো দিন আসে মন জুড়ে,
ভালোবাশা হয়েছে ভিখারি
ধুপকাঠী মন জ্বলে একা একা তাই
সেই তুমি নেই তুমি নেই সাথে
সেই রাতে রাত ছিলো পূর্নীমা
রঙ ছিলো ফাল্গুনি হাওয়াতে
সব ভালো লাগছিলো চন্দ্রিমা
খুব কাছে তোমাকে পাওয়াতে
সমাপ্ত
Post a Comment