গায়কঃ কিশোর কুমার
সুরকারঃ মৃণাল ব্যানার্জি
গীতিকারঃ পুলক ব্যানার্জি
_____________________________
তোমার বাড়ির সামনে দিয়ে আমার
(মরণ যাত্রা যেদিন যাবে) ২
তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো
শেষ দেখাটা
দেখতে পাবে
মরণ যাত্রা যেদিন যাবে
অন্তরা ১
আমায় দেখতে তোমায় দেয়নি যারা
জানবে নাযে কেউতো তারা
আমি পাথর চোখের দৃষ্টি দিয়ে
দেখবো তোমায়
বিভোর ভাবে
মরণ যাত্রা যেদিন যাবে
অন্তরা ২
তুমি ফুল ছুঁয়োনা ওপোর থেকে
একটু ফেলো
দীর্ঘনিঃসাস
আমার সিওরে চলা ধুপের ধোঁইয়ায়
ওটাই হবে সুখের বাতাস...........
.তুমি ফুল ছুয়োনা ওপর থেকে
যদি নতুন কোনো জন্ম থাকে,
পাবো দুজন দুজোনাকে
সেদিন নতুন হয়ে আসবো কাছে
তখন তোমায় কে
আটকাবে
মরণ যাত্রা যেদিন যাবে
তোমার বাড়ির........................
(মরন যাত্রা যেদিন যাবে) ২
_____________________________
Singer : Kishore Kumar
Music : Mrinal Banerjee
Lyrics : Pulok banerjee
_____________________________
Tomar Barir Samne Diye Amar
(Moron Jatra Jedin Jabe) 2
Tumi Barandate Dariye Theko
Sesh Dekhata Dekhte Pabe
Moron Jatra Jedin Jabe
Antora
Amay dekhte Tomay Deyni Jara
Janbe Nato Keuto Tara
Ami Pathor Cokher Dristi Diye
Dekhbo Tomay Bivor Bhabe
Moron Jatra Jedin Jabe
Antora 2
Tumi Phool Chuyona Upor Theke
Ektu Felo Dirgho Nishash
Amar Siore Chola Dhuprer Dhoyay
Otai Hobe Sukher Batash
Tumi Phool Chuyona Upor Theke
Jodi Natun Kono Jonmo Thake
Pabo Dujon Dujonake
Sedin Natun Hoye Asbo Kache
Tokhon Tomay Ke Atkabe
Moron jatra Jedin Jabe
Tomar Barir.........................
(Moron Jatra Jedin Jabe) 2
THE END
_____________________________
Post a Comment